দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন ডাক্তার মাহাবুবর
রহমান সান্টু।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জান যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ডাক্তার জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসাবে যোগদান করে ২ বছর ২ মাস ১০ দিন নিষ্ঠার সাথে দায়িত পালন শেষে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
এ দিকে, বুধবার (৯ মার্চ) ইউএইচ এন্ড এফপিও ডাক্তার মাহাবুবর রহমান সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দায়িত্ব পালন শেষে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
উল্লেখ্য, বিদায়ী ডাক্তার জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত ডাক্তার মাহাবুবর রহমানকে দায়িত্ব হস্তান্তর শেষে এক অপরের প্রতি শুভেচ্ছা বিনিমিয় করেন।