দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে বৃহস্পতিবার(২১ এপ্রিল) বিকালে কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদোন্নতিপ্রাপ্ত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে ওই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী সম্প্রতি নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি লাভ করেছেন।