দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ইউসিসিএ লি: নির্বাচনে আব্দুল গফুর সভাপতি নির্বাচিত হয়েছেনে। নির্বাচনী কর্মকতা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, বুধবার(৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিআরডিবি হলরুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীক, মশিয়ার রহমান আনারস প্রতীক ও রকিব উদ্দীন ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন।
ভোটে ইউসিসিএ লি: এর ২৩১ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার ভোটাধিাকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের ৮১টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীকের আব্দুল গফুর।
তার নিকটতম প্রতিদ¦ন্দী বর্তমান সভাপতি মশিয়ার রহমানের প্রাপ্ত ভোট ৭৪ ও অপর প্রার্থী রকিব উদ্দীন পেয়েছেন ৬৪ ভোট। ১টি ভোট বাতিল বলে ঘোষনা করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
উল্লেখ্য, সদ্য ভোটে নির্বাচিত সভাপতি আব্দুল গফুর পূর্বে বার বার ইউসিসিএ লি: এর সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সভাপতি হিসাবে দীর্ঘ বছর স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।