দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কাজী মশিউল আজাম তুহিনকে আহবায়ক ও আবু সাঈদকে সদস্যসচিব করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
জানা গেছে, শুক্রবার(১৭ সেপ্টেম্বর) সকালে থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম, জাকির হোসেন, কবিরুল ইসলাম, শহিদুল ইসলাম লিটন, আজগার, সবুজ, ওসমান গনি, সোহেল, আব্দুল গনি, আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, রুহুল কুদ্দুছ, মোশারফ হোসেন, মোস্তফা কামাল, এনামুল হকসহ ইলেকট্রিক শ্রমিক নেতৃবৃন্দ।
আগামীতে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠনের পক্ষে থেকে জানা যায়।