কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে ২শ’ ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া সরকারি কলেজের মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আল-আমিন হোসেন (২১) ও সাতক্ষীরা পৌর সদরের রইচপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জয়নাল আবেদীন (২৭)।
এসময় আল-আমিন হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২শ’ ৭৪ পিস ইয়াবা। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের নির্মাণাধীন জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এসময় জয়নাল আবেদীন নামে একজনকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।