দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাইশ রমজান রবিবার( ২৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ইফতার পূর্বক দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

মুফতি মতিয়ার রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অতিধি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর,শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক এম,এ ফারুক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা মহিলা ভাইস

চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ, ব্যবসায়িক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সূধিবৃন্দ। দোয়ানুষ্ঠানের পর যথাসময়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *