দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রুবেল আহমেদ, এসআই কেএম তৌফিক আহমেদ, এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর এলাকার পাকা রাস্তা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেরাব হোসেন জনি(৩৪)কে আটক করা হয়। আটক জনি সোনাবাড়িয়া গ্রামের মৃত মিয়ারাজ মোল্যার ছেলে। একই রাতে অপর অভিযানে নিয়মিত মামলার আসামী খোর্দ্দ গ্রামের আরশাদ গাজীর পুত্র আব্দুর রহিম গাজী (৩৫), ক্ষেত্রপাড়া গ্রামের মৃত কাদের গাজীর পুত্র গোলাম মোস্তফা গাজী (৪৯) ও চান্দা গ্রামের মৃত: মোজাম গাজীর পুত্র মমিন গাজী (৪৮)কে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার(৯ মার্চ) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।