দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে সোনাবাড়িয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শরীরের জন্য ক্ষতিকর রং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশ ও পোড়া তেল ব্যবহার করে দোকনে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী করার অপরাধে সোনাবাড়িয়া বাজারের ওহিদুল মিস্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী ওহিদুজ্জামানকে ৫ হাজার (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর রবীন্দ্র নাথ সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শফিকুর রহমান সহ পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।