দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় এক শিশু পুত্র সন্তানের জননী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন । আত্মহননকারী নাহিদা খাতুন(২৮) হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, বুধবার(২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ব্রজবাকসা গ্রামের মোল্লা পাড়া এলাকায়।

স্থানীয়রা জানায়, শিশু পুত্র সন্তানের(৩ বছর) জননী নাহিদা খাতুন পারিবারিক কলহের জেরে ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতাল থেকে গৃহবধুর মৃত্যুর খবরটি জানতে পেরে থানার এসআই সোহারাব হোসেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

প্রসঙ্গতঃ আত্মহননকারী ৩ বছরের পুত্র সন্তানের জননী নাহিদা খাতুন কি কারনে আত্মহত্যার পথ বেঁছে নিলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত সেটি জানা সম্ভব হয়নি। তবে নিয়মিত স্বামীর সাথে কলহের বিষয়টি এলাকাবাসী গুরুত্বসহকারের বিবেচনায নিয়ে আসছেন বলে জানা যায।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *