দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবি’র অর্থায়নে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিডি’র উপজেলা প্রকৌশলী নাজিমুল হক। বিতরণ কার্যক্রমের সহযোগীতা করেন ও উপস্থিত ছিলেন এলজিডি’র কম্পিউটার অপারেটর শরিফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৩৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই বাই সাইকেল প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ২৩ জন ছাত্র ও ১০ জন ছাত্রী বলে জানা যায়। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের সফল বাস্তবায়নে উপজেলা পরিষদকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল।