দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের শেষ দিনে ২৯৫৮ জন টিকা গ্রহন করেছেন। রবিবার (২০ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও
জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়।
গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬১৫ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২১০৫ জন
শিক্ষার্থীকে চতুর্থ দিনে ২য় ডোজের টিকা গ্রহনের অনুমতি থাকরেলও মোট ১৫০৫ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছেন।
এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী ২য় ডোজের টিকা গ্রহন করেছেন। টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী ২য় ডোজের টিকা গ্রহন করেছেন।
গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও সরকারী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন সমাজসেবা কর্মকর্তা নূরে আল নাহিদ।
টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ: রব সহ
শিক্ষকবৃন্দ।