দীপক শেঠ,কলারোয়া: কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৫ ভাগ।
শনাক্তের হার নিন্মমুখি হলেও এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪২। রবিবার (৩০ জানুয়ারী) সরকারি হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষায় আবারো ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে ছিলো ৪০ জন।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, রবিবার করোনা পজিটিভ ব্যক্তিদ্বয় হলেন, পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের আক্তার জাহান (৫৬) ও চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মেরিনা পারভীন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। তিনি আরো জানান ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহন করে অনেকেই সুস্থতা লাভ করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ (টিকা) গ্রহন সহ সরকারের নির্দেশিত রেজিস্ট্রেশন এর মাধ্যমে টিকা গ্রহন ও সকলকে মাস্ক পরিধান করার আহবান জানান।