দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই আলাউদ্দিন, এএসআই নাসির উদ্দিন, এএসআই জসিম উদ্দিন, এএসআই আবু তালেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।
বুধবার(১০ মার্চ) রাতে অভিযানকালে ওয়ারেন্টভূক্ত পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ ওরফে অথৈ (৩৫), বাটরা গ্রামের রেজাউল মোড়লের ছেলে জাকির হোসেন (৩২), কয়লা গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ মাজেদ(৩০), বাটরা গ্রামের মৃত রব্বানী মোড়লের ছেলে আঃ রহিম(৩২), কয়লা গ্রামের আমের আলী সানার ছেলে আলতাফ হোসেন(৩৫), বাটরা গ্রামের আব্দুল আহাদ(২৮) ও গদখালী গ্রামের মৃত আবু তাহের মোল্যার ছেলে জাহাঙ্গীর কবির মোল্যা (৩০ কে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের বুধবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।