কলারোয়া প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধক চীনের সিনোফার্ম উৎপাদিত করোনা ভাইরাসের টিকা সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ৷ শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ড ভিত্তিক দিন ব্যাপি টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তালা কলারোয়া সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি ৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রমণ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে৷ পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী আইডি কার্ড নিয়ে অনলাইনে নিবন্ধন করে ২৫ উর্দ্ধ বয়সীদের টিকা নিতে হবে৷ প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নে ৭২০০ জনকে টিকা দেওয়া হবে৷ পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডে নিবন্ধনকারীদের মাঝে টিকা দেয়া হবে৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, উপজেলাতে প্রথম ধাপে ১২টি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক নিবন্ধন কারীদের মাঝে চীনের তৈরী সিনোফার্ম টিকা দেয়া হচ্ছে৷ প্রতি ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ৬০০ জনকে এ টিকা দিন ব্যাপি দেয়া হবে পরবর্তীতে পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডে টিকা দেওয়া হবে৷ ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে তিনটি পৃথক বুথে টিকা দেওয়া হচ্ছে৷ প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে৷ ১২টি ইউনিয়নে ৭২জন ভ্যাক্সিনেটর ও ১০৮জন স্বেচ্ছাসেবক নিয়জিত রয়েছে৷ তবে ইউনিয়নে টিকা গ্রহণের পূর্বে অবশ্যই ২৫ উর্দ্ধ বয়সী সকলকে নিবন্ধন করে ম্যাসেজ অথবা নিবন্ধন পত্র সাথে নিয়ে বুথে যেতে হবে৷ টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রক মেডিকেল অফিসার ডাক্তার আশিক বাহার, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন৷