দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ, পৌর সভা ও প্রশাসনের
কর্মকর্তাগণ কঠোর অবস্থানে থেকে লকডাউনের ৫ম দিন মোকাবেলা করেছেন। লকডাউন বাস্তবায়নে নিন্ম আয়ের পরিবহন শ্রমিকদের সহযোগীতা আশ্বাস প্রদানসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বুধবার (৯ জুন) সকাল থেকে কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ন স্থানসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি)’র নির্দেশনায় করোনা সংক্রমন (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় ৭ দিনের লকডাউনের ৫ম দিন বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে।
তবে প্রধান সড়কসহ একাধিক রাস্তায় অল্প সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি।
তবে চলতি পথচারীদের মধ্যে মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখার
অপরাধে তিরস্কারসহ জরিমানা করা হয়।
এ দিকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপজেলার থ্রি হুইলার মালিক ও চালকদের (ড্রাইভার) সাথে মতবিনিময়কালে করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে সহযোগীতা কামনা করেন। তিনি নিন্ম আয়ের সকল পরিবহন মালিক ও চালকদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এমনিভাবে লকডাউন বাস্তবায়নে কোভিড-১৯’ প্রতিরোধে সম্মুখযোদ্ধা করোনায় আক্রান্ত (নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী যোগাযোগ মাধ্যমে, এই কঠিন সময়ে সকলকে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।