দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০। শনিবার (২৯ জানুয়ারী) সরকারি হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষায় আবারো পজিটিভের সংখ্যায় ৩ রোগীর নাম যুক্ত হয়েছে।
গত ৮ দিনে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ছিলো ৩৭ জন। শনিবার (২৯
জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র্যাপিড এন্টিজেন কিটস
দিয়ে ৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।
এই দিনের পরীক্ষায় শতকরা শনাক্তের হার নিন্মমুখি হলেও ৩৩ ভাগ।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজিটিভ ৩ ব্যক্তি হলেন কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের ওয়াজিফা (৬০), পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম (৩৪) ও কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা গ্রামের রিপন হোসেন (৩১)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। তিনি করোনা বিস্তার রোধে সরকারের নির্দেশিত রেজিস্ট্রেশন এর মাধ্যমে টিকা গ্রহন ও সকলকে মাস্ক পরিধান করে ৫ দফা বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।