দীপক শেঠ, কলারোয়া : করোনা ভাইরাসের টিকা নিন, নিজে সুস্থ ধাকুন, অপরকে সুস্থ রাখতে সহযোগীতা করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম ডোজ টিকা গ্রহনের শর্ত আরোপ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চ্যেধুরী জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারী-২২’ সকল ব্যক্তিকে প্রথম ডোজের টিকা গ্রহন করতে হবে। এর পরে আর প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে না বলে জানান।
তিনি যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহন করেন নি তাদেরকে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আগামী ২২ ফেব্রুয়ারী স্ব -স্ব এলাকার নির্ধারিত টিকা কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা গ্রহনের করার জন্য অনুরোধ জানান।
তিনি আরো জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক যে সকল ব্যক্তি
টিকা গ্রহন করবেন না তারা পরবর্তীতে সরকারী বেসরকারী অফিসে কোন সেবা পাবেন না, হোটেল রেস্তোরাঁয় খেতে পারবেন না, গণ পরিবহনে যাতায়াতসহ অন্যান্য সেবা থেকেও বঞ্চিত হবেন ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না।
কলারোয়া উপজেলাবাসি সহ সকল পেশার মানুষকে তিনি টিকা গ্রহন
করার জন্য আহবান জানান।