দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও ২০ জনের র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৪ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৪ ব্যক্তিই নারী। শনাক্তের হার শতকরা-২০ ভাগ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ আগষ্ট) করোনায় শনাক্ত ৪ মহিলা হলেন- উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের পূর্নিমা (১৭), চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আলেয়া (৫৫), হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফেরদৌসি (২৬) ও জালালাবাদ ইউনিয়নের রায়টা গ্রামের জাবেদা খাতুন (৬০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় চলমান ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সাথে সাথে সকলকে মাস্ক পরিধান, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান।
এ দিকে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা বরা হয়েছে বলে জানা যায়।