দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ১৬ পিচ স্বর্ণের বার সহ এক চোরাকারবরীকে আটক করা হয়েছে। আটকের ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সোনাই নদীর ধার ঘেঁষা কেঁড়াগাছি গ্রামের হরিদাস ঠাকুর আশ্রমের সন্নিকটে পাঁকা রাস্তায়।
আটককৃত স্বর্ণ চোরাকারবারী অহিদুজ্জামান (৩৫) কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে। উদ্ধারকৃত ১৬ পিচ স্বর্ণের(১ কেজি ৮৫৭ গ্রাম) বার সহ ইজিবাইকের মূল্য ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ২০০ টাকা। এ সময় জব্দ করা হয় চোরাকারবারীর ব্যবহৃত একটি ইজিবাইক।
বিজিবি সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কাকডাঙ্গা বিওপি’র নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩-এস আর এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে কেঁড়াগাছি সীমান্তের হরিদাস ঠাকুর আশ্রমের সামনে পাাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অহিদুজ্জামানকে তার ব্যবহৃত ইজিবাইকসহ আটক করা হয়। পরে তার ইজিবাইকে তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রাখা ১৬ পিচ স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫৭ গ্রাম। স্বর্ণেররবার সহ তার ব্যবহৃত ইজিবাইকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানা যায়।
সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ স্বর্ণ জব্দসহ চোরাকারবারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ১৬ টি স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া ও আটককৃত ব্যক্তিকে কলারোয়া থানা পুলিশের হেফাজতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।