দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র মটস’র উদ্যোগে নারীদের কর্মসংস্থানে ৪৫ দিনের সেলাই মেশিন (টেলারিং) প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
সুইজারল্যান্ড এমব্যাসি অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আশ্বাস প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালিত হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের কক্ষে মট্স’র বাস্তবায়নে ২৮তম দিনের প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত ৩০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
মটস মোবাইল ট্রেড স্কুল এর মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উইনরক ইন্টারন্যাশনাল’র ট্রেনিং এন্ড এমপ্লয়মেন্ট ম্যানেজার ওমর ফারুক, প্রাইভেট সেক্টের ইনভেস্টমেন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, মটস’র প্রকল্প স্বমন্বয়কারী শ্যামলী রায়, জব প্লেসমেন্ট অফিসার অশোক কুমার বৈদ্য,
শ্যামল কান্তি জোদ্দার, সি ডব্লু সি এস কর্মকর্তা আসাদুর রহমান রিপন ও
প্রশিক্ষক শ্যামলী দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, সুইজারল্যান্ড এমব্যাসির অর্থায়ানে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সাতক্ষীরা জেলার ৬ উপজেলায় চলমান ওই প্রশিক্ষনের অংশ হিসাবে কলারোয়া উপজেলার গার্লস পাইলট হাইস্কুলে ২সিফটে ৩০ জন নারী প্রশিক্ষণ গ্রহন করছেন বলে জানা যায়।
আগামী ১২ অক্টোবর কলারোয়ায় নারীদের ৪৫ দিনের সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম শেষে মটস’র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলে এনজিও সূত্রে জানা গেছে।