দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানায়, রবিবার(২২ আগষ্ট) সন্ধ্যা ৮ টার দিকে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষ উত্তেজিত হয়ে কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস’র ছেলে আব্দুল মান্নান(২৬) কে ছুরিকাঘাত করলে মারাত্মক আহত হয়।

আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তথ্য পেলে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে বলে জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট কাঙ্গালি ভোজের খাদ্য বিতরণকে কেন্দ্র করে জমে থাকা বিরোধ থেকে প্রতিপক্ষের হামলায় আজ এমনি দুঃখজনক ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *