দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কোমরপুর (কুটিরপুল) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ আগষ্ট) সকালে মাদ্রাসা চত্বরে নতুন ভবন নির্মানে ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জি,এম আব্দুল হামিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একরা চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল’র অধ্যক্ষ ইউনুচ আলী, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল’র অধ্যক্ষ ডাঃ এম,এ বারিক, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, সাধারন সম্পাদক বি,আর
ডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্যাহ, শিক্ষক ও সাংবাদিক শামসুর রহমান লাল্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিয়ার রহমান, সমাজ সেবক আ’লীগ নেতা ফারুক আহম্মেদ মন্টু, সমাজ সেবক আমানুল্যাহ, শহিদুল ইসলাম শহিদসহ সূধিবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হাফেজ মাওলানা জামিরুল ইসলাম ও জিয়াউর রহমান। সব শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।