দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার(৩০জুন) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ উপকারভোগী কৃষকবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার ১২ টি ইউনিয়নের তালিকাভূক্ত ৩০০ শত প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি করে ডিএপি ও পটাশ সারসহ ৫ কেজি করে বিরি ধান-৪৯’র বীজ বিতরন করা হয। এ দিকে, অপর অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ প্রাপ্তিতে উপজেলার পাকুড়িয়া সিআইজি (ফসল) মহিলা সমবায় সমিতির সভাপতি আকলিমাসহ সদস্যদেরকে কৃষি উদ্যোক্তা হিসাবে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *