দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কৃষি অফিসের সামনে ভ্যানচালিত ওই ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি অফিসে নিজস্ব অর্থায়নে করোনাকালে সাধারণ মানুষের সুবিধার্থে পাঁচটি ভ্যানগাড়িতে ডাটা শাক, পুঁই শাক, লাল শাক, আলু, মিষ্টি কুমড়া, কাঁচা ঝালসহ তরিতরকারি সম্বলিত ভ্রাম্যমাণ সবজি বাজার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার আবির হোসেন সহসংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।