দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়নে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার( ১ মার্চ) বেলা ১১ টায় বোয়ালিয়া ”মমতাজ আহম্মেদ কমপ্লেক্সে” ওই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার সমিতির কর্মকর্তা
ইমাদুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়ার কৃতি সন্তান অষ্ট্রালিয়া প্রবাসী সিডনি আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন লাল্টু।
সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বুশরা হাসপাতালের পরিচালক জাহিদুল ইসলাম, ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ ছিদ্দিকী, প্রধান শিক্ষক বদরুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, গ্রাম ডাক্তার আবু সাইদ, আবু তাহের সহ সমিতির সদস্যবৃন্দ ও সূধিবৃন্দ। সব শেষে অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।