দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সীমান্তবর্তী শ্রীশ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শন করলেন থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। রবিবার( ২ জানুয়ারী) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছিতে সনাতন ধর্মলম্বীদের তীর্থস্থান শ্রীশ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, আশ্রম কমিটির কর্মকর্তা মাস্টার উত্তম কুমার পাল সহ আশ্রমের সদস্য, ভক্তবৃন্দ ও সূধিবৃন্দ।
পরিদর্শন শেষে উপস্থিত আশ্রম সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সনাতন ধর্মের নামাচার্য ঠাকুরের প্রদর্শিত পথে মানব ধর্মে দিক্ষিত হয়ে অনুসারীদের দেশ ও জাতির মঙ্গলে কাজ করে যেতে হবে।
তিনি সীমান্তে শান্তি – শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, নারী-শিশু পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।