স্টাফ রিপোর্টার : কলারোয়া কোঠাবাড়ি জামে মসজিদের উদ্যোগে ১ম তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। কোঠাবাড়ি যুব কমিটির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
কোঠাবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম’র সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাও. আমিরুল ইসলাম বিলালী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শেখ আমজাদ হোসেন।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ মাও. ছবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন হেলা তলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শেখ খায়রুল ইসলাম।