স্টাফ রিপোর্টার : কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
গত কয়েক মাস যাবত সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের জহির উদ্দীন সরদারের ছেলে শরিফুল ইসলাম পাকস্থলী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কৃতি সন্তান গরিবের ডাক্তার নামে পরিচিত বিশিষ্ট ক্যান্সার বিশেজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেন’র তত্বাবোধানে অপারেশন করে বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
পাকস্থলী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে শরিফুল ইসলামের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
চিকিৎসা করতে সর্বস্য হারিয়ে অসহায় হয়ে পড়েছেন শরিফুল ইসলামের পরিবার। বর্তমানে কেমো ইনজেকশন নিতে হচ্ছে ক্যান্সার আক্রান্ত শরিফুল ইসলামের। একদিনে সংসার চালানো অন্য দিকে নিজের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে শরিফুল ইসলামের।
কোন উপায় না পেয়ে নিজের সামর্থ হারিয়ে শরিফুল ইসলাম জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবানদের দারস্ত হতে বাধ্য হয়েছেন।
ক্যান্সার আক্রান্ত অসহায় শরিফুল ইসলামের মানবেতর জীবন কাটানোর খবর শুনে তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
ক্যান্সারে আক্রান্ত শরিফুল ইসলামের চিকিৎসার জন্য বুধবার বিকালে শেখ আমজাদ হোসেন তার নিজস্ব তহবিল থেকে শরিফুল ইসলামের ভাই আলমগীর হোসেনের হাতে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ক্যান্সার আক্রান্ত শরিফুল ইসলামের জীবন বাঁচাতে তার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।