দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার(২০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঝাঁপাঘাট গ্রামে।
স্থানীয়রা জানায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের আবু হাসানের স্ত্রী এক সন্তানের জননী তামান্না খাতুন(২৩) পারিবারিক অশান্তির কারনে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আত্মহননকারীর পিতা সোনাবাড়িয়া গ্রামের শাহাজাহান আলী বলেন বিষয়টি জানার পর শনিবার সকালে কলারোয়া সরকারী হাতপাতালে যেয়ে জানতে পারি আমার মেয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, আমাকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কিছুই জানানো হয়নি এমনকি হাসাপাতালে এসে আমার জামাই আবু হাসানের সাথে দেখা মেলেনি। মৃত্যুটি ‘আত্মহত্যা না হত্যা ‘ এ ব্যাপারে তিনি সংশয় প্রকাশ করেন।
এ দিকে থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, গৃহবধুর মৃত্যুর ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।