দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে পৌর সদরের ডাক বাংলা মোড়ের সন্নিকটে নতুন শাখা অফিসের উদ্বোধন করা হয়।
অফিস উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর উপদেষ্টা এম তৌহিদুল আলম।
কলারোয়া শাখা ইনচার্জ উদয় শংকর রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আয়ুব হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক নাজনীন নাহার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক হোসেন, স্বপ্না খাতুন ,ডিজিএম প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক সুভাস চন্দ্র পাল, কবিরুল ইসলাম, তহমিনা খাতুন, বিএম মো. আমিরুল ইসলাম, মোহনা টিভি’ র জেলা প্রতিনিধি আব্দুল জলিল সহ গ্রাহক ও সূধিবৃন্দ। সমগ্র অনুণ্ঠানটি পরিচালনা করেন উদ্বোধনী শাখার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রবিন কুমার মল্লিক।