দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ অক্টেবর) বিকাল ৪ টায় ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অতিরিক্ত দায়িত্ব সদর সার্কেল) মোঃ ইকবাল হোসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ডালিম হোসেন।
থানার এসআই হামিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, শিক্ষক ও সাংবাদিক রবিউল হোসেন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, হাফেজ মাওলানা শফিউল্যাহ, শিক্ষক অলোক কুমার ঘোষসহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সীমান্তে মাদক, মানব পাচার, চোরাচালান, বাল্যবিবাহসহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে স্ব- স্ব অবস্থান থেকে প্রতিরোধ ও পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।