দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় চন্দনপুর ইউপি’তে অসহায়, দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ডালিম হোসেন।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু জাফর, আব্দুল লতিফ, ওসমান আলী, হুমায়ুন কবির, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম খুশি সহ সূধিবৃন্দ। অনুষ্ঠানে সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র( কম্বল) ইউনিয়নের এতিম খানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন অসহায়, দুস্থ শিশুদের মাঝে বিতরন করা হয়। অসহায় শিশুরা শীত মৌসুমে কম্বল পেয়ে খুব আনন্দ ও উল্লাস প্রকাশ করে।