দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় চল্লিশোর্ধ্ব সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রনে প্রীতি ফুটবল
প্রতিযোগীতায় অংশগ্রহন করেন খুলনার ভেটারেন্স ফুটবল একাদশ (চল্লিশোর্ধ্ব) ও কলারোয়া সোনালী অতিত ফুটবল একাদশ। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে সরকারী

পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলার
প্রথমার্ধে ২-১ গোলে সোনালী অতীত ক্লাব এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খুলনার
মকবুল গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলাটি ২-২ গোলে খেলা ড্র হয়।

কলারোয়ার পক্ষে গোল করেন আতাউর ও অপু। ভেটারান্স ফুটবল একাদশের পক্ষে গোল করেন মকবুল ও সাইফুল্লাহ ।

খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট (ক,পা,ই) সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু সহ ক্রীড়াপ্রেমী
দর্শকবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন মোশাররফ হোসেন, সাজু হাওলাদার ও
কামরুজ্জামান বাবু। ধারাভাষ্য ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,
শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও রুস্তম আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *