দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির দায়ে ২ চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। চুরি করার সময় চোরেদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যাওয়ায় চিকিৎসার জন্য তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চুরির ঘটনাটি ঘটেছে, শনিবার(১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রাম্য এলাকায়। স্থানীয় জনতা চুরির দায়ে ঘটনাস্থল থেকে কৈখালির আব্বাস আলী সরদারের ছেলে শাহিনুর রহমান(২৫) ও মাদরা গ্রামের খায়রুল ইসলাম দালালের ছেলে জসিম হোসেন(২৮) কে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি জানার পর কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মল্লিক ও থানার এসআই হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ও ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মল্লিক বাদী হয়ে কলারোয়া থানায় আটক ২ ব্যক্তি ও মাদরা গ্রামের মৃত: আজান আলী দালালের ছেলে মাসুদ রানার (২৪) নাম উল্ল্যেখসহ একই গ্রামের অজ্ঞাত ৮ জনের নামে এজাহার দায়ের করেছেন।