দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে রবিবার (২২ মে) সকাল ১১ টায় দাপ্তরিক কার্যালযে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ।
মতবিনিময়কালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোসলেম আলী, আব্দুল হামিদ, এমএ সাজেদ, সাংবাদিক জাকির হোসেন, মোজাহেদুল, আরিফ চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা ব্যাপি জনশুমারি ও গৃহগণনা আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ( সপ্তাহ ব্যাপি) কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়। আরো জানা যায়, কার্যক্রম পরিচালনায় ৬ জন আইসিটি এক্সপার্ট, ৬ জন আইসিটি সুপারভাইজার, ১৩৭ জন সুপারভাইজার ও ৬৩৭ জন গণনাকারিকে নিয়োগ দেয়া হয়েছে।