দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় ইদুর নিধন অভিযান-২১’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সম্পদ রক্ষার্থে,ইদুর মারি একসাথে এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারন অথিদপ্তরের আয়োজনে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ’কৃষিই সমৃদ্ধি’ মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার এই প্রতিপাদ্যকে সামনে রেখে একই স্থানে সকল অতিথিদের উপস্থিতিতে ২ দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।