দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টর ( বালক অনুর্ধ -১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় জয়নগর ইউনিয়ন পরিষদ একাদশ লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

রবিবার( ১৫ মে) সকাল ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

ক্রীড়া ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহসান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলর জি,এম শফিউল আলম, ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ ঘোষ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ইউএনও অফিস স্টাফ আব্দুল মান্নানসহ সূধিজন ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, সাজু হালদার,রুহুল আমিন ও মাসুদ পাভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। একই মাঠে বিকাল ৩ টায় দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ সহ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ একাদশের দল অনুষ্ঠিতব্য খেলায় অংশগ্রহন করবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *