দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সেবন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

পরে তিনি উপজেলার বিভিন্ন ভিটামিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান, নজরুল ইসলাম,
পরিবার পরিকল্পনা সহকারী (এফডব্লিউএ) ফেরদৌসী খাতুন সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।

উল্লেখ্য,‘১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড)’র সফল বাস্তবায়নে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী ভিটামিন প্রদান কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ক্যাপসুল
ও ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ক্যাপসুল সেবনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *