দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপণী অনুষ্ঠানের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রিকেট (ফাইনাল) প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ছাত্র-ছাত্রীদের শারীরিক বর্ধন ও মানসিক বিকাশ সাধনে খেলাধূলায় মনোনিবেশ করতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতাকে আরও আকর্ষণীয় ও উৎসাহ দানে পৌরসভা ও সরকারী জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক শিক্ষক আ: রব, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, পৌরসভার প্রকৌশলী (বিদ্যুৎ) সরোওয়ার্দ্দী, কাউন্সিলর মেজবাহ উদ্দিন নিলু, মাস্টার আলতাফ হোসেন সহ শিক্ষক নেতুবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪টি জোনের খেলা শেষে মঙ্গলবার-বুধবার সরকারি হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও ভলিবল, ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। একই ভ্যেনুতে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদের ক্রিকেটের ফাইনাল খেলা শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *