দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষের সফলতা’ ঘরেই পাবেন সকল বার্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে রবিবার(২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদের স্বাগত বক্তব্য শেষে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সমাজ কর্মী, সাংবাদিক ও সূধিবৃন্দ।
সভায় বক্তারা, মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তি,মুক্তিযোদ্ধা সহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার তথ্য তুলে ধরেন। বক্তারা সমাজের ধনাঢ্য ব্যক্তি সহ সংস্থাগুলিকে জনকল্যাণমুখি কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।