নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি ও প্রেসক্লাবের
সম্মানিত অতিথি সদস্য মশিউর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায়
প্রেসক্লাবের কর্মরত সদস্যরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক
রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য তরিকুল ইসলাম, রাজু রায়হান, শুভাকাঙ্খী ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।
উল্লেখ্য, কলারোয়ায় আসন্ন ৬ নং চন্দনপুর ইউপি নির্বাচনে নৌকার প্রতিকের সমর্থনে জাপা নেতা মশিউর রহমান থাকায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সম্প্রতি চান্দুড়িয়া বাজারে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।