দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জয়নগর ইউনিয়নে প্রকাশ্যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২২- ২৩ অর্থবছরকে সামনে রেখে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট প্রস্তাব পেশ করেন জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সচিব পি,এম হাবিবুর রহমান, অগ্রগতি সংস্থার কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম,রেজাউল বিশ্বাস, মোকলেছুর রহমান, আরিজুল ইসলাম,মোসলেম আলী,মনিরুজ্জামান, উত্তম মজুমদার, নারী সদস্য হামিদা খাতুন, তানজিলা খাতুন ও রেখা খাতুন সহ স্থানীয় সূধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ১৬ লাখ ৮২৪ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানা যায়।