দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় টি,সি,সি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। রবিবার(১৩ ফেব্রুয়ারী) জি,কে,এম,কে সরকারি পাইলট হাই স্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব আয়োজিত টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমি সকালে টসে জিতে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানাই। তুলশিডাঙ্গার অধিনায়ক ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর ৫৪, নাজির ৫০, ইনাম ৩৭ ও সাঈদ ৩৪ রান সংগ্রহ করেন। বেসিক এর বোলিং এ সজীব ২টি ও রমজান ৩টি উইকেট লাভ করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ২০২ রানের লক্ষ্যে ব্যাসিক একাডেমি ব্যাট করতে নেমে তুলসীডাঙ্গার দূর্দান্ত বোলিং এ ধ্বস নামে মাত্র ১০ দশমিক ৩ ওভার করে মাত্র ৩৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে। দশম ব্যাটসম্যান অসুস্থ থাকায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ১৭১ রানের জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

তুলসীডাঙ্গার পক্ষে শামীম ৩টি, এনামুল ও নাজির সাকিব ও সাঈদ
একটি করে উইকেট লাভ করেন । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন
তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের নাজির।

খেলার শুরুতেই খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করে খেলাটি উপভোগ করেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কলারোয়ার কৃতি সন্তান দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টর খান মোঃ মিজানুর ইসলাম সেলিম ,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোর্টার্স ক্লাব সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, সাংবাদিক সহকারী অধ্যাপক একে এম আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, গোলাম মোস্তফা রিগান, মাসুদুল ইসলাম ও ক্রীড়াব্যক্তিত্ব রমজান আহমেদ, শিশু ক্রিকেট খেলোয়াড় সিফাত আব্দুল্যা সহ অসংখ্য দর্শকবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন ও মাস্টার মিজানুর রহমান। স্কোরার ছিলেন পার্থ মিত্র। ধারাভাষ্যে ছিলেন ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন,
জাহাঙ্গীর হোসেন। আগামী শনিবার একই মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি মধ্যে জোর প্রতিদ্বন্দীতাপূর্ন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *