দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় পরষ্পর মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

টসে জয়লাভ করে সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন
বোলিং করার সিদ্ধান্ত গ্রহন করেন। প্রথমে ব্যাট করতে নেমে কলারোয়া
ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিরাজ ৪৩, শাকিল ১৯, মাহফুজ ১০ রান করেন। বোলিং-এ সুন্দরবনের পক্ষে আশিক ও মুরাদ ৩টি করে এবং আশরাফুল ও রাসেল ২টি করে উইকেট লাভ করেন।

১২৯ রানের লক্ষে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১৩৫ রান সংগ্রহ করে জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। দলের পক্ষে শাজাহান ৫০, অধিনায়ক স্বপন অপরাজিত ২০, মুরাদ ১৩,
অনি ১৫ রান সংগ্রহ করেন।

কলারোয়ার পক্ষে মাহফুজ ও মুরাদ ২টি করে উইকেট লাভ করেন। ফলে অতিথি দল সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও মাস্টার মিজানুর রহমান। স্কোরার ছিলেন পার্থ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।

রবিবার একই মাঠে সকাল ১০টায় ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি। খেলোয়াড়দেও মাঝে শুভেচ্ছা বিনিময় ও খেলাটি উপভোগ করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক ও সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, এ্যাড: শিহাব মাসুদ সাচ্চু, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক মোতর্জা হাসান, সাবেক খেলোয়াড় মাসউদুল ইসলাম সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *