দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে
তিন বেকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে পৌর
সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের
নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে শিল্প কারখানায় ব্যবহৃত লবণ, শরীরের জন্য ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি ব্যবহার করে বেকারিতে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী সহ বিভিন্ন অপরাধে পৌর সদরের এম, রুচিরা বেকারির স্বত্তাধিকারীকে ৫ হাজার, বণফুল বেকারিকে ১০ হাজার ও খুলনা বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শফিকুর রহমান, থানার এসআই আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।