দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ‘ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ নভেম্বর) সকালে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
তিনি কোমলমতি শিশুদেরকে পারিবারিক শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করে ক্ষুদে শিক্ষার্থীদেরকে স্নেহ, ভালবাসা দিয়ে তাদের সু- শিক্ষায় শিক্ষিত করতে মায়েদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে শিক্ষক- শিক্ষিকাদেরকে পঠন-পাঠনে আরো মনোযাগী হয়ে অভিভাবকদের মতো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অসংখ্য মা অভিভাবকের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, জেলা সহকারী শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানসহ স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী।
এ ছাড়া তিনি রঘুনাথপুর সরকারি প্রাথ: বিদ্যালয়, হেলাতলা সরকারি প্রাথ: বিদ্যালয় ও ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ দিকে ওই দিন স্কুল পরিদর্শনের শুরুতেই সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়।