দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় দাখিল পরীক্ষার ২য় দিন ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৮
নভেম্বর) সকাল ১০ টা থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত বঙ্গবন্ধু মহিলা কলেজ
কেন্দ্রে দাখিল পরীক্ষার ’হাদিস শরিফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে
ছাত্র-১৪ জন ও ছাত্রী-২০ জন। উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে এ বছর (২০২১) দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৩ জন।
এর মধ্যে ছাত্র-৩২৭ জন ও ছাত্রী-৩২৬ জন। পরীক্ষা কেন্দ্রে সরকারী প্রতিনিধি হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদমোল্লা।
কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোনায়েম হোসেন, সহকারী কেন্দ্র সচিব কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাও: আবু ইউছুপ আলী, পরীক্ষা পরিচালনা কমিটির কর্মকর্তা বুঝতলা আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক এটিএম রুহুল কুদ্দুছ, বোয়ালিয়া মাদ্রাসার সহকারী সুপার আলতাফ হোসেন সহ শিক্ষকবৃন্দ। আগামী ২১ নভেম্বর দাখিল পরীক্ষা শেষ হবে বলে জানা যায়।