দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে বেলা ১২ টায় উদ্বোধণী অনুষ্ঠান শেষে দিনব্যাপি প্রদর্শনী স্টল প্রদর্শিত হয়।
‘পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’-
শৗর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক কৃষকরা প্রদর্শনীতে দুগ্ধবতী
গাভি, ছাগল, ভেড়া, মুরগি ও খরগোশসহ ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী
প্রদর্শিত করা হয়। প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী
সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় আয়োজিত প্রদর্শনীতে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকারের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, সিনিয়ির মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন (ভিএস) সাইফুল ইসলামসহ প্রান্তিক খামারি,সাংবাদিক ও সূধিবৃন্দ।
প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদেও মধ্যে প্রথম স্থান অধিকারী দুগ্ধবতী
গাভী স্টলের খামারীকে ৫ হাজার, ২য় স্থান অধিকারীকে ৩ হাজার ও ৩য় স্থান অধিকারী খামারিকে ২ হাজার টাকা সহ সনদ পত্র ও অন্যান্য খামারিদেরকে সনদ পত্র প্রদান ও পুরস্কৃত করা হয়।