দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা জামে মসজিদে দুই পুলিশ কর্মকর্তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধার (৭৯) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) জুম্মাবাদ প্রয়াতদ্বয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জসীমউদ্দীন, এসআই ইসমাইল
হোসেন, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মসজিদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী সহ থানার পুলিশ কর্মকর্তা-সদস্যবৃন্দ ও মুসুল্লিগণ।