দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ’দৈনিক নতুন সূর্য’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
দৈনিক নতুন সূর্যের সম্পাদক মন্ডলীর সভাপতি ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল ইসলাম ও কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী স্বাগত বক্তব্য শেষে অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও সমাজ সেবক এ্যাড: কাজী আব্দুল্লাহ আল হাবিব, ‘আওয়ার নিউজ বিডি’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সি.সহ.সভাপতি জাকির হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাংবাদিক মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়ার কর্মরত সাংবাদিক ও সূধিবৃন্দ। বক্তারা, সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য, মর্যাদাবোধে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা নিশ্চিত করার আহবান জানান।